কি আছে ঐ ঠোঁটে? একজোড়া অতি সাধারণ ঠোঁট। অন্যান্য মেয়েদের যেমনটি থাকে তেমনি। আহামরি ধরণের কিছু নয়। তাহলে পলাশ কি আবিস্কার করলো ঐ ঠোঁটের মাঝে। রীনা ভাবীতো বলেই ফেললেন -‘মেয়েটির ঠোঁটটির জন্যই একটু খারাপ লাগছে। তাছাড়া শরীরের গড়ন, রং, হাইট ইত্যাদি বেশ পছন্দসই।’ পলাশের সাথে একচোট ঠান্ডা কথা কাটাকাটিও হয়ে গেল। পলাশ ভাবীর কানের কাছে মুখ নিয়ে বলে-‘আসলে মেয়েটির ঐ ঠোঁটের জন্যই ওর সবকিছু এতো সুন্দর।’রীনা ভাবী আরও কিছু বলতে চাইছিল কিন্তু পলাশ ভাবীর সাথে তর্ক করতে চায় না। শুধু বলে -‘ভাবী আপনি আমার চোখ দিয়ে একটিবার ওকে দেখুন, তবেই বুঝতে পারবেন ঐ ঠোঁটে কি আছে।’রীনা ভাবী হেসেই উড়িয়ে দেয় পলাশের কথা। সবাই খুটিয়ে খুটিয়ে দেখে মেয়েটিকে। শরীরের গড়ন একটু মোটা হলেও গায়ের রংটি বেশ ফরসা। মুখের আদল একটু চ্যাপটা ধরণের কিন্তু বেশ মায়া ভরা মিষ্টি চেহারা। শেষে সকলের সিদ্ধান্ত – পাঁচ রকম তো পাওয়া যাবে না; তাছাড়া ছেলের যেহেতু পছন্দ তাই শুভস্য শীঘ্রম। পাকা কথা হয়ে গেল। পলাশ মনে মনে খুব খুশি। কারণ প্রিয়াকে সে ভাবী হিসাবে অনেক কাছে পাবে। পলাশ ওর ঘনিষ্ট বন্ধুর জন্য মেয়ে দেখতে এসেছিল। প্রথম দৃষ্টিতেই মেয়েটির ঠোঁট দুটি ওকে আকৃষ্ট করে।যথারীতি ঘটা করে বিয়ে হয়ে গেল। মিঠুর বন্ধু হিসাবে পলাশের সাথে প্রিয়ার পরিচয় হলো। রীনা ভাবী দুষ্টুমি করে বলেই ফেললো- ‘দেখ মেয়ে তোমার ঠোঁট দুটি সাবধানে রেখো। তোমার ঠোঁটের উপর কিন্তু অনেকের নজর আছে।’ ঠিক ঐ সময়ই প্রিয়া মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশ লজ্জা পায়। আমতা আমতা করে বলে -‘ভাবী সেটাতো ছিল মেয়ে দেখতে গিয়ে। এখন ওসব কথা কেন?’‘আগে থেকে একটু সাবধান করে দিলাম। পুরুষ মানুষতো তাই বিশ্বাস করা যায় না।’‘আপনি কি ফারুক ভাইকে ঐরকমই বিশ্বাস করেন নাকি?’
‘না তা কেন? ও ওরকম মানুষ নয়!’ একটু অপ্রস্তুত হয়ে বলে রীনা ভাবী।
‘ও বুঝতে পারলাম ফারুক ভাই পুরুষ মানুষ না, তাই তাকে বিশ্বাস করা যায় তাই না?’
সবাই হেসে ওঠে। পলাশ লক্ষ্য করে প্রিয়াও ঘোমটার নিচে মাথা নিচু করে হাসছে। এভাবেই পরিচয় পর্বটি শেষ হয়। কিন্তু পলাশের চোখে প্রিয়ার ঠোঁট দু’টি শিল্পীর সুনিপুন হাতে গড়া চিত্রটির মত সারাক্ষণই ভাসতে থাকে।
সময় পেরিয়ে যায়। এখন অনেক সহজ হয়েছে ওরা। অনেক ঠাট্টা তামাশার কথাও হয়। কিন্তু পলাশের মনের মধ্যে কাটার মত খোঁচাতে থাকে যে কথাটি, তা প্রিয়াকে সে জানাতে পারে না। প্রিয়া এরই মধ্যে সবাইকে বেশ আপন করে নিয়ে শ্বশুর বাড়ীতে বেশ সুনাম করে ফেলেছে। সবাই বৌয়ের প্রশংসায় পঞ্চমুখ। পলাশের সাথে মাঝে মাঝে দেখা হয়, কথা হয়; একটু আধটু দুষ্টুমিও চলে। কিন্তু কখনই বলা হয়না যে প্রিয়ার ঠোঁটে কি জাদু আছে যা পলাশকে সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে।
প্রিয়া শ্বশুর বাড়ীর গন্ডি পেরিয়ে ঢাকায় স্বামীর বাসায় চলে এলো। এরই মধ্যে ওর কোল জুড়ে এসেছে একটি পুত্র সন্তান। পলাশের বাসার পাশেই ওদের বাসা। তাই প্রায়ই ওদের দেখা সাক্ষাৎ আর আলাপ আলোচনায় ওরা আরও বেশ ফ্রি হয়ে যায়। একদিন পলাশ সুযোগ পেয়ে বলেই ফেলে ওর মনের মধ্যে উত্তপ্ত লাভা অবিরত ধারায় যে যন্ত্রণা হচ্ছে তার কথা। কথাটি শুনে প্রিয়ার মনে পড়ে যায় বিয়ের সময়ের রীনা ভাবীর কথা। চোখের সামনে ভেসে উঠে পলাশের লজ্জাবনত মুখটি। প্রিয়া হেসে বলে- ‘এমন কি পেলেন আমার ঠোঁটে যে আপনার ভিতর এতো যন্ত্রণার সৃষ্টি হলো?’
‘আমি জানি না। আমি কিছুই বলতে পারবো না। কনে দেখতে গিয়ে আপনাদের বাসায় যখন প্রথম আপনার দিকে তাকাই তখন ঐ ঠোঁট দু’টিই আমার দৃষ্টি কেড়ে নেয়। তারপর আমি আপনাকে শতরুপে দেখতে চেষ্টা করি কিন্তু সব কিছুই ঐ ঠোঁটে গিয়ে শেষ হয়ে যায়। আমার মনে হয়, আপনার ঐ ঠোঁট দুটির জন্যই আপনি এতো সুন্দর।’
‘কিন্তু আপনার বন্ধুতো আমার ঐ ঠোঁটটিই অপছন্দ করে।’
‘বন্ধুতো ওর চোখ দিয়ে দেখছে। ও যদি আমার চোখ দিয়ে দেখতো তবেই বুঝতে পারতো ঐ ঠোঁটে কি আছে?’ মৃদু হেসে বলে পলাশ।
প্রিয়াও জানে ওর ঠোঁটে কি আছে। মানুষের মনের কথা যেমন তার চোখে ভেসে ওঠে ঠিক তেমনি প্রিয়ার ভাললাগা আর দুষ্টুমির বর্হিপ্রকাশ ঘটে ঠোঁটে। পলাশকে আরও একটু জ্বালা ধরাতে ঠোঁট দুটো একটু বাকাঁ করে দাঁত দিয়ে কামড়ে ধরে বলে – ‘পোড়া ঠোঁট দুটোকে কি করি বলুনতো?’
সমস্ত অনুভূতিগুলি একত্র করে পলাশ আবেগ দিয়ে বলে ওঠে-‘আমাকে দিয়ে দিন।’
প্রিয়া অবাক নয়নে তাকিয়ে থাকে পলাশের দিকে। একি বলছে পলাশ?
পলাশ যেন সবকিছু ভুলে যায়। প্রিয়া ওর ভাবী সে কথাও ভুলে যায়। হঠাৎ প্রিয়ার একটি হাত ধরে বলে ‘ওটা আমার জন্য। ওর মর্ম কেউ বুঝবে না। ওটা আমাকে দিয়ে দিন, প্লিজ।’
পলাশের এই পাগলামীতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে প্রিয়া। কিন্তু ওর স্পর্শে কিসের যেন যাদু আছে। পলাশের কথা অবিশ্বাস করতে পারেনা প্রিয়া। ওর মধ্যে কেমন যেন একটি অনুভুতির সৃষ্টি হয়। পলাশের স্পর্শে ও যেন সব কিছু হারিয়ে ফেলে। হাতটি ছাড়িয়ে নিতে ভুলে যায়। হঠাৎ পলাশ ওর হাতটি তুলে ধরে নিজের ঠোঁটে স্পর্শ করে। একটি মিষ্টি ব্যথার স্রোত যেন বয়ে যায় প্রিয়ার শরীরে। নিজেকে হারিয়ে ফেলে মুহুর্তের জন্যে। পলাশ ওর ঠোঁটের স্পর্শ দিয়ে প্রিয়ার নরম কোমল হাতটি পাগলের মত বুলিয়ে দিতে থাকে।
পরক্ষনেই প্রিয়া নিজেকে সামলে নিয়ে একদৌড়ে বাথরুমে গিয়ে ভিতর থেকে বন্ধ করে দেয় দরজা। পলাশ বোকার মত চেয়ে থাকে প্রিয়ার চলে যাওয়া পথের দিকে। হঠাৎ মনে হয় একি করলাম। ভাবী হয়তো ভীষণ কষ্ট পেয়েছে। হায় এ আমি কি করলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল পলাশ ভাবতেই পারছে না। এখন সে কি করবে? এভাবে বাসা থেকে চলে গেলে বিষয়টি কেমন হয় ভাবতে থাকে পলাশ।
অনেকক্ষণ পর প্রিয়া বাথরুম থেকে বেরিয়ে ঘরে ঢোকে। পলাশ উঠে দাঁড়িয়ে বলে- ভাবী প্লিজ রাগ করবেন না। আমি সত্যি ইচেছ করে এমনটি করিনি। হঠাৎ করে আমার কি যে হলো? প্লিজ ভাবী রাগ করেন নি বলুন!
‘কিন্তু একি করলেন আপনি। আমার সমস্ত চেতনায় আপনি নাড়া দিয়েছেন। আমার সমস্ত ভাবনা আপনি তছনছ করে ফেলেছেন। এখন আমি আর কিছু ভাবতে পারছিনা। আপনি আমার দেহে আগুন ধরিয়ে দিয়েছেন। আপনি আর আসবেন না। প্লিজ আপনি চলে যান।’
‘ঠিক আছে চলে যাচ্ছি। তবে একটি বার বলুন আপনি আমার উপর রাগ করেন নি? সত্যি বলছি আমি ইচ্ছে করে আপনাকে স্পর্শ করিনি।’ মিনতি করে বলে পলাশ।
প্রিয়া ওর স্বভাবসুলভ সেই হাসিটি ঠোঁটে টেনে এনে বলে-‘ঠিক আছে রাগ করবো না তবে আর কখনও এমনটি করবেন না।’ পলাশ প্রিয়ার ঠোঁটে বাকানো হাসি দেখে বুঝে নিয়েছে সত্যি প্রিয়া রাগ করেনি। তাই ঘরে থেকে বেরিয়ে যাওয়ার সময় আবার হাতটি ধরে একটি চুমু দিয়ে বলে- ‘আর কখনও এমনটি করবো না।’ বলেই দৌড়ে বেড়িয়ে যায় পলাশ।
কানে বাজতে থাকে পিছন থেকে ভেসে আসা প্রিয়ার মিষ্টি রাগের স্বরে বলা ‘অসভ্য’ ধ্বনিটি।
এরপর থেকে প্রিয়া নিজেকে একটু সামলে রাখার চেষ্টা করে। কিন্তু পলাশকে জ্বালা ধরানোর জন্য ঠোঁটের সেই বাকা হাসিটি সে ঠিকই প্রয়োগ করতে থাকে। পলাশের আকাংখিত চেহারাটি দেখতে ওর খুব ভাল লাগে। পলাশও চেষ্টায় থাকে কি করে প্রিয়াকে আবার কাছে পাওয়া যায়। প্রিয়ার মধুর স্পর্শ ওর মনে এখনও স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গলোকের আনন্দ আশ্রমে বিচরণ করছে। পলাশ যেমনটি প্রিয়ার মনের কথা ওর মুখ দেখে বলতে পারে ঠিক তেমনি প্রিয়াও বুঝতে পারে পলাশের প্রতিটি কথা, চলার ভঙ্গি আর মনের আকাংখার কথা। তাই নিরবে দুজন দুজনার অনেক কাছের মানুষ হয়ে গেছে।
একদিন বিকেলে পলাশ প্রিয়ার দরজায় নক করলো। কাজের ছোট্ট মেয়েটি দরজা খুলে দিতেই পলাশ ভিতরে ঢুকে একেবারে বেড রুমে। কারণ ও জানে এসময় মিঠু বাসায় থাকে না। ঘরে ঢুকতেই প্রিয়ার গলার আওয়াজ পায় পলাশ- ‘কে এলোরে দুলি?’
‘আমি’ ঘরের দরজায় দাঁড়িয়ে একদৃষ্টিতে চেয়ে বলে পলাশ।
প্রিয়া ওর ছেলেকে বুকের দুধ খাওয়াচ্ছিল। পলাশের গলা শুনে আর ওর দরজায় দাঁড়িয়ে থাকা পলাশকে দেখে ভুলেই গিয়েছিল যে ও ছেলেকে বুকের দুধ খাওয়াচ্ছে। পলাশের এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ ওর সম্বিত ফিরে আসে। তাড়াতাড়ি করে অগোছালো কাপড় ঠিক করে উঠে বসে বলে- ‘আপনি ভদ্রতাও ভুলে গেছেন, কোন ভদ্রমহিলার রুমে ঢুকতে আগে নক করতে হয় তা জানেন না?’
‘জানি’
‘তাহলে?’
‘নক করে ঢুকলে কি এই অমূল্য দৃশ্যটি দেখতে পেতাম?’
‘আপনি ভীষণ অসভ্য হয়ে গেছেন, ভাবীকে বলে দেব।’
‘তাহলে তো ভালই হয়, আমি আজকের দেখা দৃশ্যটির নিখুঁত বর্ণনা দিতে পারবো’।
‘আপনি না খুব ফাজিল হয়েছেন’ কপট রাগতঃ স্বরে কথাটি বলে ছেলেকে নিয়ে উঠে দাঁড়ায় প্রিয়া। পলাশ জানে প্রিয়া রাগের ভান করছে। ওকে আরও একটু রাগাতে পলাশ এগিয়ে গিয়ে কাব্যকে একটু আদর করে। কাব্যের গালে একটু আলতো করে টোকা দিয়ে প্রিয়ার গালে স্পর্শ করে বলে ‘দুজনের গাল দেখতে একই রকম হয়েছে।’
প্রিয়া নিজেকে একটু দুরে সরিয়ে নিয়ে লজ্জায় রাঙ্গা মুখে বলে- ‘মানুষ যে এতো বেহায়া হয় তা জানতাম না!’
‘আমিও জানতাম না মানুষ যে এতো মিষ্টি হয়’ ঠিক প্রিয়ার মত করে বলে। পলাশের কথা শুনে প্রিয়া এবার হেসে ফেলে। তারপর কাব্যকে এগিয়ে দিয়ে বলে- ‘ওকে ধরুন, আমি আপনাকে চা দিচ্ছি।’ পলাশ কাব্যকে কোলে নিতে গিয়ে প্রিয়ার হাতে ইচ্ছে করেই স্পর্শ করে। প্রিয়া জানে এমনটি হবে। তাই কিছু না বলে কাব্যকে পলাশের কোলে দিয়ে যাওয়ার সময় পলাশের মাথায় একটি চাটি মেরে বলে- ‘ইচ্ছে করে সত্যি একদিন কামড়ে দেই।’
‘সে দিনটি কবে আসবে? আজই দিন না?’ বলেই মুখটি বাড়িয়ে দেয় পলাশ।
প্রিয়া পলাশের গালে মেয়েলি একটি ঠোকর দিয়ে বলে – ‘বাবুর সখ কতো?’ তাড়াতাড়ি ওর নাগালের বাইরে চলে যায় প্রিয়া।
পলাশ কাব্যকে নিয়ে অনেকক্ষন খেলাধুলা করে। প্রিয়া ইতিমধ্যে পাকঘরে গিয়ে পলাশের জন্য কিছু নাস্তাসহ চা নিয়ে ঘরে ঢোকে। সেই আগের মতই বাকা ঠোঁটের হাসি দিয়ে বলে- ‘কাব্য কি খুব বিরক্ত করছে?’
‘কাব্য কিছুই করেনি তবে কাব্যের মা করেছে।’
‘আমি আবার কি করলাম, আমিতো আপনার জন্য চা করে নিয়ে এলাম।’
‘আমি কাব্যের কাছে একটি কথা জিজ্ঞেস করেছিলাম। কিন্তু ও কিছুই বলছে না আপনি একটু বলবেন?’
‘কি কথা?’
‘কথাটি তেমন কিছু না। খুবই স্বাভাবিক কথা। তবে কথাটির উত্তর জানা আমার অতীব প্রয়োজন।’
‘কি এমন কথা, ভনিতা না করে বলেই ফেলুন না?’
খুব বিজ্ঞের মত প্রিয়ার মুখের দিকে তাকিয়ে পলাশ বলে- ‘আমি ঘরে ঢুকেই দেখছিলাম কাব্য আপনার বুকে দুধ খাচ্ছে, কিন্তু?’
‘কিন্তু? কিন্তু আবার কি?’
‘কিন্তুটা হচ্ছে কাব্য একটি দুধ মুখে নিয়ে চুশছিল কিন্তু অন্যটিও ও আরেক হাত দিয়ে ধরে রেখেছিল এর কারণ কি?’ পলাশ প্রিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে।
‘আচ্ছা আপনার ঐসব বাজে কথা ছাড়া আর কিছু মাথায় আসে না?’
‘না না বাজে কথা নয়? এটা একটি ভাবনার কথা। ছোট্ট বাচ্চা ও এই কাজটি বুঝে করছে না। কিন্তু করছে। কেন? সেটাই আমার প্রশ্ন ?’
‘সব বাচ্চারাই এটা করে, এটা নতুন কিছু নয়, আপনিও ছোট বেলায় করেছেন। এখনও করেন নাকি? কড়া দৃষ্টি মেলে চেয়ে থাকে পলাশের দিকে।
‘সব শিশুরাই এটা করে কিন্তু কেন? সেটাই আমার প্রশ্ন’
‘অত শত বুঝি না। তবে আপনি আজে-বাজে কথা বাদ দিয়ে ভাল কথায় আসুন। আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে।’ বলে হাত বাড়িয়ে কাব্যকে কোলে নিতে যায় প্রিয়া। পলাশ কাব্যকে কোলে দিতে গিয়ে আবার স্পর্শ করে প্রিয়ার হাত। প্রিয়া মুখে কিছু না বলে শুধু চোখ রাঙ্গিয়ে কাব্যকে কোলে নিয়ে একটু দুরে আর একটি চেয়ারে বসে।
‘এ বিষয়ে বিজ্ঞ জনেরা কি বলে জানেন? বলে ‘প্রতিটি শিশু জন্ম থেকেই তার অধিকার ঘোষণা করে প্রাকৃতিক ভাবে এবং পরবর্তীতে বড় হয়ে ঐ অধিকারের জন্য তাকে লড়তে হয়। এটাই নিয়তি।’
‘অতো কিছু বুঝি না। আমি বুঝি আপনি ভীষণ পাজি হয়ে গেছেন, এখন তত্ত্ব কথা না বলে চা খান, দেরী করলে ঠান্ডা হয়ে যাবে?’
‘আমি কি ঐ চা খাই?’
‘খান। বেশী আল্লাদ করেবেন না। আমি আর ঐ কাজ করবো না’
‘ঠিক আছে না করলেন। তাতে আমার কিছু আসে যাবে না। আমি চা খাব না’ – কপট রাগ করে পালাশ।
‘কি একটা বাজে অভ্যাস। সব সময় এসব ভাল গালে না। এখন খান, অন্য সময় হবে।’
‘আমি তো আসলে চা খাই না। আমি আপনার ঠোঁটের ছোয়া খাই। সেটা জেনেও কেন এমন ছেলে মানুষি করছেন? আপনার অসুবিধা থাকলে থাক। আমি চা খাওয়ার জন্য পাগল নই।’ আবার একটু রাগতঃ স্বরে বলে পলাশ।
‘আচ্ছা চলি তাহলে। আসলে চাটা দেখে খুব খেতে ইচ্ছে করছিল কিন্তু কি আর করবো বলেন, সবার কপালেই তো আর ঘি জোটে না’ পলাশ উঠে দাঁড়ায়।
‘চা না খেলে ভাল হবে না বলছি। উঠবেন না, ঠিক আছে?’ বলে পলাশের চায়ের কাপটি তুলে হাতে নিয়ে একটি চুমুক দিয়ে এগিয়ে দেয় পলাশের দিকে। পলাশ এবার হাসি মুখে চায়ের কাপটি হাতে নিয়ে ঠিক যে জায়গায় প্রিয়া ঠোঁট রেখেছিল ঠিক সেই জায়গাতেই নিজের ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে বলে- ‘আহ কি মিষ্টি, কেন এই মিষ্টি থেকে আমাকে বঞ্চিত করতে চেয়েছিলেন?’
পলাশ অনেক দিন আগে থেকেই এই অভ্যাস করেছে। তাই প্রিয়া যখনই ওকে চা দেয় একটি চুমুক দিয়ে দেয়। যখন কোন লোকজন বা অন্যান্য লোকজন থাকে তখনও পলাশ চোখের ইসারায় জেনে নেয় প্রিয়া চা’তে চুকুক দিয়েছিল কিনা। যদিও এটা খুবই ছেলে মানুষি কাজ তারপরও পলাশ ও প্রিয়ার বেশ ভালই লাগে। এক ঘেয়েমি এই জীবণের মধ্যে কিছুটা ব্যতিক্রম খুজে পায়।
১৪ই ফেব্রুয়ারী – ভালবাসা দিবস। ঘর থেকে বেরিয়ে মোড়ের দোকান থেকে একটি লাল গোলাপ কিনে পলাশ। পলাশ জানে মিঠু বাসায় নেই। অবশ্য পলাশেরও এখন বাসায় থাকার কথা নয়। ও ইচ্ছে করেই আজ একটু দেরী করে বাসা থেকে বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। অফিস যাওয়ার আগে প্রিয়ার বাসা হয়ে যাবে। কারণ আজ ভালবাসা দিবস। মনের অজান্তে প্রিয়ার ঠোঁটকে ভালবাসতে গিয়ে কখন যেন প্রিয়াকেই ভালবেসে ফেলেছে। আমাদের সমাজ সংসার এই ভালবাসার বিরুদ্ধে, তবুও ওরা একে অপরকে মনে মনে ভালবেসে যাবে। না হয় নাই বা হলো নশ্বর এ দেহের মিলন। মিলন ছাড়াওতো ভালবাসা হয়। নিজের মনকে সান্তনা দেয় পলাশ। এক প্যাকেট বিদেশী চকলেট ও একটি লালগোলাপ নিয়ে হাজির হলো প্রিয়ার দুয়ারে। পলাশকে দেখেই প্রিয়ার মনের মধ্যে একটি মিষ্টি স্রোত বয়ে যায়। পলাশ ওর মুখ দেখেই তা বুঝতে পারে। কিন্তু প্রিয়া অবাক হবার ভান করে বলে- ‘এই অসময়ে? এখনতো আপনার অফিসে থাকার কথা। অফিসে যাবেন না?’
‘যাব। কিন্তু তার আগে একটি জরুরী কাজ করতে এসেছি। মিঠু কোথায়?’
‘মিঠু কোথায় আপনি জানেন না? উনি সেই সাত সকালে উঠেই অফিসে চলে গেছেন।’ কিছুটা রাগতঃ স্বরে বলে প্রিয়া।
‘সে আমি জানি? তবুও জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিলাম। কারণ আজ আমি আপনাকে ভালবাসা কারে কয় গানটি শোনাব।’
‘দেখেন জ্বালাতন করবেন না। আজ সকাল থেকেই আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে। উনিও না খেয়ে অফিসে চলে গেছে। জ্বালাতন করলে আজ সত্যি একটা অঘটন ঘটে যাবে।’ বেশ রাগত অথচ কিছুটা অভিমান করে কথাগুলো বলে প্রিয়া।
‘আপনি রাগলে খুব সুন্দর দেখায় এই সব সস্তা ডায়লগ মারতে আমি আসিনি। আমি শুধু একটি জিনিস দিতে এসেছিলাম। কিন্তু?
‘কিন্তু কি? কি জিনিস?’ স্বরটা কিছুটা নরম করে বলে প্রিয়া। এরই মধ্যে শোবার ঘরে ঢুকে বিভিন্ন অগোছালো কাপড় চোপড় গোছাতে থাকে।
‘না থাক। আচ্ছা চলি?’
‘চলি মানে? বললেই হলো। কি জিনিস এনেছেন তা না দিয়েই চলে যাবেন? দিন না, প্লিজ’ কন্ঠে অনুনয় নিয়ে পলাশের সামনে এসে একটি হাত এগিয়ে দেয়।
কিছুক্ষণ আগেই প্রিয়া ঘুম থেকে উঠেছে। উঠতে অবশ্য একটু দেরী হয়েছে। রাতে কাব্য খুব ডিসটার্ব করেছিল। মিঠুকে নাস্তা দিতে দেরী হয়েছে। সব দিনতো এরকম হয়না। তবুও ও রাগ করে চলে গেল অফিসে। বাইরের খাবার একদম ওর সয়না । হয়তো সারাদিন না খেয়েই কাটাবে লোকটা। তাই প্রিয়ার মনটা খারাপ। রাতে ম্যক্সি পরে শুয়েছিল। এখনও ওটাই পরে আছে। চুলগুলো অগোছালো। এমন সময়ে পলাশের আবির্ভাব। তবুও যতটা সম্ভব নিজেকে শান্ত করে বলে প্রিয়া -‘কই দিন।’ হাত বাড়িয়ে ধরে বাচ্চা মেয়েদের মত।
পলাশ লাল গোলাপটি বের করে প্রিয়ার বাড়িয়ে দেয়া হাতে তুলে দেয়। হঠাৎ করে এমন একটি জিনিসের জন্য প্রিয়াও প্রস্তুত ছিল না। ও অবাক হয়ে চেয়ে থাকে গোলাপের দিকে।
‘আজ কয় তারিখ বলুনতো?’ পলাশ মিষ্টি হাসি দিয়ে বলে।
প্রিয়ার মুখে কোন কথা নেই। ‘আজ ১৪ই ফেব্রুয়ারী। ভ্যালেনষ্টাইন ডে অর্থাৎ ভালবাসা দিবস।’
তবুও প্রিয়া কিছুই বলতে পারে না। গোলাপটি হাতে নিয়ে কোথায় যেন তলিয়ে যায়। যে কাজটি মিঠুর করার কথাছিল সে কাজটি পলাশ করছে। মিঠু আজ এই ভালবাসার দিনে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে গেল? তাহলে কি ওর জীবন থেকে ভালবাসা শেষ হয়ে গেছে?
‘কি হলো কিছু বললেন না?’ পলাশ তাড়া দেয় প্রিয়াকে।
প্রিয়া হঠাৎ যেন বাস্তবে ফিরে আসে। পলাশের দিকে তাকিয়ে বলে তুমি সত্যি পলাশের মত সুন্দর। তোমার মনটাও অনেক সুন্দর। ধন্যবাদ। ধন্যবাদ পলাশ। আবেগে কখন যে পলাশের নাম ধরে ডেকেছে তা খেয়ালই করেনি প্রিয়া। কিন্তু পলাশ ঠিকই খেয়াল করেছে। পলাশ একটি হাত বাড়িয়ে প্রিয়ার চুল সরাতে সরাতে বলে- ‘এই চুল গুলো আপনাকে খুব ডিসটার্ব করছে।’ হঠাৎ করেই প্রিয়ার চুলগুলি মুঠিবন্ধ করে এক টানে নিজের মুখের কাছে প্রিয়ার মুখটি এনে নিজের ঠোঁট দুটি প্রিয়ার ঠোঁটে লাগিয়ে চরম উত্তেজনায় কাঁপতে থাকে। প্রিয়া কিছু বোঝার আগেই এই ঘটনা ঘটে যায়। ঘটনার আকস্মিকতায় প্রিয়াও ভুলে যায় সব। দু’জনে দুজনার মাঝে বিলীন হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। কয়েকটি মুহুর্ত মাত্র। পলাশ আর প্রিয়া এক হয়ে একে অপরের সাথে মিশে যায় স্বপ্নলোকে। ঠিক ঐ সময় কাব্য কেঁদে উঠে। পলকে দু’জনে বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ কারো দিকে তাকাতে পারে না। এভাবে কিছুটা সময় কেটে যাওয়ার পর পলাশ পকেট থেকে চকলেটের প্যাকেটটি বের করে টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে যায়।
কাব্যের আর কোন সাড়া পাওয়া গেল না। মনে হয় ঘুমের ঘোরে কেঁদে উঠেছিল। প্রিয়া বিছানায় বসে পলাশের দিয়ে যাওয়া পরশ আর ঠোঁটের স্পর্শ তখনও অনুভব করছিল। এ কি হলো। প্রিয়া এতোদিন নিজের মনকে অনেক শাসন করেছে। পলাশের চাহিদা বেশী নয়, শুধু ঠোঁটের স্পর্শ। কিন্তু তাই কি হয়। ঠোঁট থেকে ধীরে ধীরে অন্যসবও চাইতে শুরু করবে। তখন কি করবে প্রিয়া। তারপরও পলাশের প্রতি প্রিয়ার এই দূর্বলতা প্রতি নিয়ত ওকে কুরে কুরে খাচ্ছে। আজ তার শেষ দৃশ্য হয়ে গেল। পলাশ জিতে গেল।
প্রায় পনের দিন হতে চলল পলাশ আর প্রিয়াকে দেখা দেয়নি। অনেকটা ইচ্ছে করেই যায়নি প্রিয়ার বাসায়। পলাশ প্রিয়াকে একটু বাজিয়ে নিতে চায়। বুঝতে চায় প্রিয়ার পলাশের জন্য কতটা ফিলিংস আছে। ওদিকে পলাশকে না দেখে প্রিয়াও অস্থির হয়ে উঠেছে। প্রিয়া বুঝতে পারে না পলাশের জন্য কেন সারাক্ষণ মন এতটা উগ্রীব হয়ে থাকে। জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। দরজায় নক হলেই মনে হয় এই বুঝি পলাশ এলো। কিন্তু না, আজ প্রায় পনের দিন হতে চলছে পলাশের দেখা নেই। সেই যে ঝড়ের বেগে শরীরটাকে তছনছ করে দিয়ে গেল আর দেখা নেই। প্রিয়ার কিছুটা রাগও হয়। মনে মনে বলে ঠিক আছে এবার এলে মজা টের পাওয়াব। কিন্তু বেশীক্ষণ এই রাগ ধরে রাখতে পারে না। মনে হয় এই বুঝি পলাশ এলো।দরজায় নক হলো। প্রিয়া দরজা খুলতেই অবাক নয়নে তাকিয়ে থাকে। হ্যা পলাশ এসেছে। দরজাটা খুলে দিয়ে পলাশকে দেখেই প্রিয়া ঘুরে নিজের ঘরে গিয়ে জানালায় দাঁড়ায়। প্রিয়া ভেবেছে পলাশ ওর পিছন পিছন এসে ওকে জড়িয়ে ধরবে। ঐ অনুভুতিটা নিজের মনে মনে চিন্তা করতে থাকে প্রিয়া। কিন্তু অনেকক্ষণ হয়ে যায় কেউ আসেনা। প্রিয়া ঘুরে দেখে কেউ নেই। ওর মনের মধ্যে ধু ধু করে উঠে। তাড়াতাড়ি এগিয়ে যায় ড্রইং রুমের দিকে। পলাশ দাঁড়িয়ে আছে শো কেসের উপর ষ্ট্যান্ডে রাখা প্রিয়ার ছবিটার দিকে তাকিয়ে। ছবিটা পলাশই তুলে দিয়েছিল। রাগে প্রিয়ার শরীর কাপতে থাকে। এগিয়ে গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে পলাশের কানে একটি আলতো কামড় লাগিয়ে দেয়। পলকে ঘুরে দাঁড়ায় পলাশ। কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়ার মুখের দিকে। তারপর এক ঝটকায় ওকে বুকের মাঝে এনে নিজের দুঠোঁট দিয়ে আলিঙ্গন করে প্রিয়ার ঠোঁট দুটোকে। মিশে যায় দুজনা দুজনার মাঝে। অনন্ত তৃষার অসীম দিগন্তে ওরা ভাসতে থাকে।